
মহান ভাষা শহীদদের স্মরণে মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন শিল্পীগোষ্ঠী-এর উদ্যোগে এক বর্ণাঢ্য শিল্পী সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের পরিচালক সুলাইমান আহমাদ বাপ্পি-এর দক্ষ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ-এর সাহিত্য সম্পাদক তানবীর আহমাদ শিবলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইক্লোন শিল্পীগোষ্ঠী-এর চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম এবং সাংস্কৃতিক সম্পাদক বকুল আলী।
অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে উজ্জীবিত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ভাষা আন্দোলন শুধু একটি দিন উদযাপনের বিষয় নয়, এটি আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক। নতুন প্রজন্মকে এ চেতনায় উজ্জীবিত করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে সাইক্লোন শিল্পীগোষ্ঠী-এর সদস্যরা শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।