গাজীপুরে ছাত্র আন্দোলনের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল

গাজীপুরে ছাত্র আন্দোলনের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল

মেহেরপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে ছাত্র আন্দোলনের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অক্সফোর্ড স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুরের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক নাসিম রানা বাঁধন। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ ও আমির হামজা। সঞ্চালনা করেন ইসতিয়াক আহমেদ।

বক্তারা আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী ও গণহত্যাকারী দল’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং ছাত্রদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।

বিক্ষোভকারীরা স্লোগান, প্রতিবাদী গান ও বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

Related

মেহেরপুরে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ২২ মার্চ দুপুর ১২:৩০ মিনিটে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।…

মেহেরপুরে ধর্ষণ মামলার আসামিদের জামিন, বাদীকে হত্যার হুমকি—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা, পুলিশের অসহযোগিতা ও বরখাস্ত

মেহেরপুরে ধর্ষণ মামলার আসামিদের জামিন, বাদীকে হত্যার হুমকি—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা, পুলিশের অসহযোগিতা ও বরখাস্ত নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে ধর্ষণ মামলার আসামিদের জামিন, বাদীকে হত্যার হুমকি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *