
কেদারগঞ্জ বাজার এলাকায় আজ ১১/০১/২৪ তারিখ ১০ ঘটিকা নাগাদ দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল দশটার সময় কেদারগঞ্জ বাজারে দুটি বাইক Dicccover 125/ ডায়াং ৫০ সামনাসামনি সংঘর্ষ হয় । এবং স্থানীয়দের দাবি একজনের পা ভেঙ্গে গেছে।
আহত একজনের বয়স:১৩ আরেকজনের বয়স:৫০
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুই আহতকে উদ্ধার করে কেদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্থানীয়রা আরো বলেন বিগত কিছুদিন থেকে মেহেরপুর জেলায় রোড এক্সিডেন্ট এর পরিমাণ বেড়ে গেছে এখানে সাধারণ মানুষ প্রশাসনের উদাসীনতা কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনা স্থলে খুব দ্রুত ই পুলিশ চলে আসে এবং ঘটনা স্থল পরিদর্শন করেন। থানা পুলিশ জানান এটি একটি রোড এক্সিডেন্ট। আরো বলেন রোড এক্সিডেন্ট প্রতিরোধে কার্যকরী ব্যবস্থাসহ সার্বিক তৎপরতা চালাবেন।
হিমেল ওয়াহিদ রনি, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, মুজিব নগর স্মৃতি কমপ্লেক্স, সত্যের মেহেরপুর