তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্যের মেলবন্ধনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসব

মেহেরপুর, ২২ জানুয়ারি, ২০২৫:

গ্রামবাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে আজ মেহেরপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর। প্রতিযোগিতাটি ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে (TSCR) অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় কলেজের ছাত্রছাত্রীদের নাচ, গান, আবৃত্তি এবং নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

“এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রেই নয়, তাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

 

অতিথিদের মধ্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে প্রতিটি পর্বেই উপস্থিতিরা আনন্দময় মুহূর্ত কাটান।

 

আগামীকাল, ২৩ জানুয়ারি, একই ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে পিঠা উৎসব। এ উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন থাকবে। শিক্ষার্থীরা নিজ নিজ গ্রামের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অংশগ্রহণ করবে। পিঠা উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ পিঠাসহ নানা ধরনের পিঠার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

এ দুটি আয়োজন একত্রে কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পিঠা উৎসবের সমন্বয়ে গ্রামবাংলার ঐতিহ্যের গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করা যাচ্ছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সাংস্কৃতিক চেতনার বিকাশে এ ধরনের আয়োজন আরও নিয়মিত হওয়া উচিত বলে মনে করছেন উপস্থিত দর্শকরা।

Related

মাদকবিরোধী অভিযানে ‘ফরহাদ হোসেন’ এর দণ্ড

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার…

একসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার

এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, এ বিষয়ে কোনো ধারণা ছিল না লালমনিরহাটের পাটগ্রামের মো. মিঠু আলমের। তাই এইচএসসি পাসের পর ২০১৩ সালে চাকরির উদ্দেশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *