সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুল গ্রেফতার, কারাগারে পাঠালো আদালত 

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুল

ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, চেক ডিজঅনার মামলায় সরফরাজ হোসেন মৃদুল আদালতে হাজিরা দিতে এসে ২০২৪ সালের ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মেহেরপুর সদর থানায় দায়ের করা মামলা (মামলা নং ২০, জিআর-২৭৭/২৪, তারিখ: ২৮/০৮/২৪) সংক্রান্ত জামিনের আবেদন করেন। মামলার ধারা উল্লেখ ছিল ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)/১০/১১/১২/১৩ (সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ ও সংশোধনী ২০১৩)। আমলী আদালতের বিচারক জুয়েল রানা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে কারাগারে নেওয়া হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৪ আগস্ট মেহেরপুর পৌর শহরে শিক্ষার্থীরা একটি সমাবেশ আয়োজন করেন। সমাবেশ থেকে ৫ আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এর পরপরই সরফরাজ হোসেন মৃদুলের নির্দেশে ছাত্রলীগের কর্মীরা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে লাঠিপেটা করেন। ৫ আগস্ট ছাত্র-জনতা এক দফা দাবি নিয়ে মাঠে নামলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে চার শিক্ষার্থী গুরুতর আহত হন।

 

Related

মাদকবিরোধী অভিযানে ‘ফরহাদ হোসেন’ এর দণ্ড

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার…

একসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার

এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, এ বিষয়ে কোনো ধারণা ছিল না লালমনিরহাটের পাটগ্রামের মো. মিঠু আলমের। তাই এইচএসসি পাসের পর ২০১৩ সালে চাকরির উদ্দেশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *