রংপুরের হাঁরাগাছে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ।

সোহরাব আলী : রংপুরের কাউনিয়া উপজেলার হাঁরাগাছ এলাকায় প্রলোভন দেখিয়ে বেশ কয়েকটি পরিবারকে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট সূত্রে জানা যায়, একটি খ্রিস্টান মিশনারি সংস্থা বিনা সুদের লোন, বাড়ি গাড়ি তৈরি করা সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে। হাঁরাগাছের চর একতা, নাজিরদহ সহ বেশ কয়েকটি এলাকায় এ ধরনের গুঞ্জন উঠেছে। অনেকেই বলছে ১৭০ টি পরিবার খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে, আবার কেউ বলছে ৪০০ এর অধিক। তবে এখনো সঠিক কোন তথ্য জানা যায়নি।

 

এ ব্যাপারে হারাগাছের স্থানীয় মানুষের সাথে কথা হয়েছে । তাঁদের ভাষ্যমতে, সংস্থাটির মূল টার্গেট হচ্ছে স্বাবলম্বী প্রজেক্ট নিয়ে আসা। রিকশা কিনে দেয়া কিংবা সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়ার কথা বলে গ্রামের সহজ সরল মানুষদের টার্গেট করে। অতঃপর কয়েকটি পরিবারকে একত্রিত করে একটি হালাকা বা ধর্মীয় জ্ঞানের আলোচনার আয়োজন করা হয়।

 

সেখানে “কিতাবুল মুকাদ্দাস” নামক একটি বইকে সামনে আনা হয়। যেখানে যীশু খ্রীষ্টের ও  খ্রিস্টানদের ধর্মীয় রীতি-নীতির ব্যাপারে ধারণা দেওয়া আছে। একজন আলেমের সামনে ব্যাপারটি চলে আসলে তিনি তদন্ত শুরু করেন। পরবর্তীতে বোঝা যায় এটি বাইবেল যা খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ।

 

বর্তমানে হাঁরাগাছ সহ রংপুরের বিভিন্ন এলাকায় বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে। যদিও সরকারি কিংবা স্থানীয়ভাবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সে ক্ষেত্রে জনসাধারণের মাঝে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে সেখানে একটি মিশনারি কাজ করছে এটা নিশ্চিত হওয়া গেছে।

  • Related

    মেহেরপুরে বিএনপির বিশাল সমাবেশ | আবুল কাশেমের নেতৃত্বে কর্মীদের ব্যাপক উপস্থিতি

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি , অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ এবং রাষ্ট্রে চলমান শেখ হাসিনা ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবিলার দাবিতে আজ মেহেরপুরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির…

    মেহেরপুরে বিএনপির সমাবেশে আমানউল্লাহ আমান বিএনপি ক্ষমতায় এলে দেশ স্বনির্ভর হয়

    ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশ স্বনির্ভর হয়, কৃষিতে উন্নতি ঘটে, এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে যায়। সোমবার বিকাল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *