
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুরে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। শনিবার বেলা আড়াইটা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের মাধ্যমে সামাজিক সচেতনতা ও যুক্তি প্রকাশের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্কুল পর্যায়ে বিতর্কের বিষয় ছিল
“জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”
এবং কলেজ পর্যায়ে
“ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ।”
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আল-আমিন। সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খায়রুল ইসলাম। প্রতিযোগিতার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর সদর উপজেলার ছাত্র প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জনাব আশিক রাব্বি।
স্কুল পর্যায়ে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দ্বিতীয় বক্তা সামিহা রোজ। এছাড়া দলে ছিলেন দলনেতা মোহনা এবং প্রথম বক্তা।
কলেজ পর্যায়ে মেহেরপুর সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়। দলের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দলনেতা ও তৃতীয় বক্তা তানজিফ রহমান অর্পণ। দলে আরও ছিলেন দ্বিতীয় বক্তা আকাশ এবং প্রথম বক্তা ইসতিয়াক আহমেদ।
প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের যুক্তি-তর্কের দক্ষতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠানের আয়োজনের আশা প্রকাশ করেন।