
মেহেরপুর, ২৪ জানুয়ারি:
মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, চাইনিজ এয়ারগান এবং ছুরিসহ ইমরান হেলালি প্রিন্স নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আটক প্রিন্স মেহেরপুর পৌরসভার সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের জ্যেষ্ঠ পুত্র।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে একটি দল ইমরান হেলালির বাড়ি ঘেরাও করে। দীর্ঘ অভিযান শেষে বাড়ি থেকে একটি বিদেশি তৈরি চাইনিজ এয়ারগান, ৩৭ পিস ইয়াবা, তিনটি দেশীয় তৈরি ছুরি, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের একটি যন্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: মেহেরপুর নিউজ