
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী মোঃ শফিউল্লাহ বীর উত্তম আর নেই। আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
কাজী মোঃ শফিউল্লাহর ছেলে ওয়াকার আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ দুপুর ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা-সংলগ্ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর দ্বিতীয় জানাজা ঢাকা ক্যান্টনমেন্টের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
জীবন ও কর্ম
১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন কাজী মোঃ শফিউল্লাহ। ১৯৭১ সালে তিনি জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নেতৃত্বেই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেডের মধ্যে ‘এস ফোর্স’-এর নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।
স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কাজী মোঃ শফিউল্লাহ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি মালয়েশিয়া, কানাডা, সুইডেন এবং ইংল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
অসুস্থতা ও মৃত্যু
দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের জটিলতা, ফ্যাটি লিভার এবং ডিমেনশিয়ার মতো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি।
জাতির শ্রেষ্ঠ সন্তান কাজী মোঃ শফিউল্লাহর মৃত্যুতে দেশ এক মহান মুক্তিযোদ্ধাকে হারাল।