
ছবিঃ সংগৃহীত ( মেহেরপুর নিউজ )
২৬ই জানুয়ারি ২০২৫ঃ নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় এবং মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং খেলাধুলার মাধ্যমে ক্রীড়াশিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একে অপরের মুখোমুখি হয়। টুর্নামেন্টে আরও অংশ নিয়েছে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়। স্থানীয় খেলোয়াড়দের মধ্যেও টুর্নামেন্ট নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট দেশের ক্রীড়াক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ আয়োজন। ১৯৯০-এর দশকে বিসিবি এ টুর্নামেন্ট শুরু করে। ২০১৩ সালে প্রাইম ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয় এবং তখন থেকে টুর্নামেন্টটি আরও জাঁকজমকপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।
প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট স্কুল ক্রিকেটের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় পর্যায়ে স্থানীয় প্রতিভা তুলে আনতে এই আয়োজন একটি আদর্শ প্ল্যাটফর্ম।
২০২২ সালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে রানার আপ হয়ে মেহেরপুরের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। দলটির এই সাফল্য স্থানীয় ক্রিকেটপ্রেমীদের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট মেহেরপুরের তরুণদের জন্য ক্রীড়াক্ষেত্রে নিজেদের প্রমাণের একটি বড় সুযোগ। এই টুর্নামেন্ট ভবিষ্যতেও মেহেরপুরসহ দেশের অন্যান্য জেলার ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।