
জানুয়ারি ২৬, ২০২৫ | নিজস্ব প্রতিনিধি | স্বদর ইউনিয়ন জোন |
মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা মেলার আয়োজন করা হয় তারুণ্যের উৎসব উপলক্ষে। রবিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজনের প্রশংসা করেন।
মেলায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল পিঠা এবং তালের পিঠাসহ ৫০টিরও বেশি পিঠার প্রদর্শনী করা হয়। শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলার প্রাঙ্গণ ছিল আনন্দঘন এবং উৎসবমুখর।
বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে পিঠার ঐতিহ্যিক গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই মেলা শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও সম্মান জাগিয়ে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে।