
গাংনী, মেহেরপুর:
আজ রবিবার গাংনী উপজেলার জুগিন্দা হাই স্কুলে এক বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দেশীয় পিঠার ঐতিহ্য ও সৌন্দর্যের ঝলক ছিল চোখে পড়ার মতো।
উৎসবের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম। তিনি বলেন,
“পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। নতুন প্রজন্মকে এ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।”
সহকারী শিক্ষকবৃন্দের সক্রিয় সহযোগিতায় এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দেশীয় পিঠা তৈরি করে প্রদর্শনীতে অংশগ্রহণ করে। নারিকেলের ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, দুধ চিতইসহ নানা রকমের পিঠা ছিল উৎসবের মূল আকর্ষণ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এই আয়োজনে অংশ নেন।
পিঠা উৎসবটি শিক্ষার্থীদের জন্য শুধু মজার এক দিন ছিল না; এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করেছে। অনুষ্ঠানের শেষাংশে সেরা পিঠা তৈরির জন্য পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়োজনটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মাঝে এক ভিন্নধর্মী আনন্দ ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।