
জানুয়ারি ২৬, ২০২৫ | নিজস্ব প্রতিবেদক
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় সোমবার দুপুরে ঘটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ইটবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয় তাইমুজ্জামান (৯) নামের এক শিশু। এ ঘটনায় তার চাচা বাবু হোসেন (৩৫) গুরুতর আহত হন।
নিহত তাইমুজ্জামান মেহেরপুর জেলা শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা এবং আফ্রিকা প্রবাসী মাহারুজ্জামান কাজলের ছেলে। তিনি মিশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাইমুজ্জামান তার চাচার সঙ্গে মোটরসাইকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। শুকুরকান্দি এলাকায় পৌঁছালে একটি ইটভাটা থেকে দ্রুতগামী একটি ট্রাক রাস্তায় উঠার সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়ার মিরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাইমুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত বাবু হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। ট্রাক চালক ও তার সহযোগীকে আটকের জন্য অভিযান চলছে।
এই দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।