
মেহেরপুর সদর হাসপাতালে রোগী সেবার মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইমতিয়াজ আহমেদ। তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ককে সতর্ক করে বলেছেন,
“পরিবেশ ঠিক করুন, নয়তো এবার গেলে আপনার রুমেই তালাটা আগে পড়বে।”
গত ২৮ শে জানুয়ারি রাত্রে ইমতিয়াজ আহমেদ তার পোস্টে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরেনঃ
১. হাসপাতালের ভেতরে গাড়ি পার্ক করা হয়েছে, যা সেবার পরিবেশ নষ্ট করছে।
২. ভেতরে কুকুর এবং মহিলা ওয়ার্ডে বিড়ালের চলাফেরা লক্ষ্য করা গেছে।
৩. রোগীদের খাবারের ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম চলছে। যেখানে ৭৫ গ্রাম খাবার দেওয়ার কথা, সেখানে মাত্র ১৫-২০ গ্রাম সরবরাহ করা হচ্ছে।
৪. অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তিনি সরাসরি তত্ত্বাবধায়ককে উদ্দেশ করে বলেছেন,
“মানুষ এমন পরিবেশে কীভাবে চিকিৎসা নিতে পারে? এটা একেবারেই অগ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন,
“পরিবেশ ঠিক করুন, নয়তো এবার গেলে আপনার রুমেই তালাটা আগে পড়বে।”