
মেহেরপুর| ২৯ জানুয়ারি ২০২৫ | নিজস্ব প্রতিবেদক
মেহেরপুর-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা রুটে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের বিষয়ে বাস মালিক সমিতি ১০-১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই সময়ের মধ্যে প্রতিটি বাসে হাফ ভাড়ার তালিকা টানানোর কথা জানানো হয়েছে।
মেহেরপুর আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান শিশির এবং মোঃ তামিম ইসলাম এক যৌথ পোস্টে শিক্ষার্থীদের হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন। তারা লেখেন,
“হাফ ভাড়ার বিষয় নিয়ে আপনাদের হয়রানি এবং বিভিন্ন উদ্ভট সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাস মালিক সমিতি প্রতিশ্রুতি দিয়েছে, ১০-১৫ দিনের মধ্যে প্রতিটি বাসে হাফ ভাড়ার তালিকা লাগানো হবে এবং তা সম্পূর্ণ বাস্তবায়িত হবে।”
তারা আরও উল্লেখ করেন,
“এরপরও যদি বাস চালক, টিকিট কালেক্টর, বা কাউন্টার পরিচালক হাফ ভাড়ার বিষয়টি আমলে না নেন, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হবে।”