
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের আলমপুর গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মেহেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম। বুধবার সকালে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
শ্যামপুর ইউনিয়ন বিএনপি’র প্রবীণ নেতা আবুল কালাম ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সামাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক যুবদল নেতা সাহিদুল ইসলাম। মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, শ্যামপুর ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফখরুজ্জামান এবং শ্যামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য সাহিদুল ইসলামের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
কম্বল বিতরণে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবার উপকৃত হয়েছে। শীতার্তরা এমন সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।