
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন দোদুলকে গতকাল (২৯ জানুয়ারি) মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। আদালতের নির্ধারিত সময় অনুযায়ী আজ (৩০ জানুয়ারি) সকাল ১০টায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “ডিম থেরাপি” কর্মসূচির ঘোষণার পর, তাকে পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ৭টায় আদালতে হাজির করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা কমিটি গতরাতে ঘোষণা দেয় যে, তারা ফরহাদ হোসেন দোদুলের বিরুদ্ধে “ডিম থেরাপি” কর্মসূচি পালন করবে। এ ঘোষণার পর থেকেই প্রশাসনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আন্দোলনকারীদের দাবি, জনগণের বিরুদ্ধে অন্যায়-অবিচার এবং ক্ষমতার অপব্যবহারের কারণে তারা এই কর্মসূচি নিয়েছে। তবে কোর্ট প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্ধারিত সময়ের আগেই দোদুলকে হাজির করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছেন, এভাবে সময় পরিবর্তন করে তাদের আন্দোলন বন্ধ করা যাবে না, বরং এটি তাদের প্রতিবাদের যথার্থতাকেই প্রমাণ করে।