
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মেহেরপুর এর যুগ্ম-আহ্বায়ক মোঃ নাসিম রানা বাধন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ছাত্রদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, মেহেরপুরে তাদের ওপর হামলার আশঙ্কা থাকলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
তার বক্তব্য অনুযায়ী, কয়েকদিন আগে তিনি থানায় গিয়ে তদন্ত ওসি’র সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে কাজ করছে এবং যেকোনো সময় তাদের ওপর হামলা হতে পারে।
নাসিম রানা বাধন দাবি করেন, গতকাল রাতে মেহেরপুরের প্রাণকেন্দ্র পার্ক এলাকায় কয়েকজন সমন্বয়ককে হুমকি দেওয়া হয়েছে। এমনকি সমন্বয়কদের বাড়িতে গিয়ে হামলার হুমকিও দেওয়া হয়েছে, অথচ প্রশাসন নিশ্চুপ।
তিনি মেহেরপুরের পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, “জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে চাকরি ছেড়ে দিন।” একইসঙ্গে, তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তারা “March for Safety” কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।
এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এখন প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে মেহেরপুরের সাধারণ জনগণের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।