
মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সন্ত্রাস বিরোধী মামলার অন্যতম আসামি নুরুল আশরাফ রাজিবের গ্রেপ্তারের পর তার ছেলে তাহসিন রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেছেন:
Nurul Ashraf Rajib. Abbu everything in the world is a lie. Everyone knows who you are, the king of Meherpur. Don’t worry, you have never done any wrong. Everyone knows, went like a king, you will return like a king.
বাংলা অনুবাদ:
আব্বু, দুনিয়ার সবকিছুই মিথ্যা। সবাই জানে, তুমি মেহেরপুরের রাজা। চিন্তা কোরো না, তুমি কখনো কোনো ভুল করোনি। সবাই জানে, তুমি রাজা হয়ে গিয়েছ, রাজা হয়েই ফিরে আসবে।