
© ছবিঃ Focus Meherpur
মেহেরপুরে আওয়ামী লীগের বিভিন্ন নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌরসভার সামনে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা যুবদলের সদস্য মোঃ রাকিবুল ইসলাম সজল ও মোঃ রেমিম, পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আহম্মেদ, জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সোহাগসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রকে ধ্বংস, বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়ন, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে যুবদল ও ছাত্রদল ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ মিছিল শেষে নেতাকর্মীরা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর যদি কোন হামলা বা ষড়যন্ত্র করা হয়, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।