বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ইসতিয়াক আহামেদের ওপর সন্ত্রাসী হামলা

৩ ফেব্রুয়ারি ২০২৫:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ইসতিয়াক আহমেদের ওপর আজ মাগরিবের পর একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে বিষয়টি থানার ওসি স্যারকে জানানো হয়েছে এবং তিনি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।

ইসতিয়াক আহামেদ জানান, গোভিপুর ব্রিজ থেকে নেমে প্রাইমারি ও হাইস্কুলের মাঝামাঝি জায়গায়, যেখানে কোনো ল্যাম্প পোস্ট নেই, সেখানে কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে তাকে দাঁড় করায়। তারা প্রথমে সালাম দিয়ে কুশল বিনিময় করে এবং ফোকাস মেহেরপুরের একটি ভিডিও দেখায়, যেখানে আজকের ঘটনার দৃশ্য ছিল—মন্ত্রীকে ডিম মারার সেই মুহূর্ত।

 

এরপরই হামলা শুরু হয়। ইসতিয়াক বলেন,

“আমি বাইক বন্ধ করিনি, তখনই একজন আমার কলার ধরে। ঠিক তখন পিছন থেকে কেউ বাঁশজাতীয় কিছু দিয়ে আমার পিঠে আঘাত করে। এতে মুখ দিয়ে রক্ত উঠে আসে, যা হামলাকারীদের একজনের শরীরে লাগে। এতে সে কিছুটা পিছিয়ে যায়। ডান পাশে থাকা আরেকজনকে চড় মারার পর আমি স্টার্ট থাকা বাইক দ্রুত চালিয়ে বাসার দিকে চলে আসি।”

ইতোমধ্যে ইসতিয়াক আহমেদ হামলার বিষয়ে থানার ওসি স্যারকে অবহিত করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেনধা। ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা, যা আন্দোলনের কর্মীদের দমানোর একটি কৌশল। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

— বিশেষ সংবাদদাতা, মেহেরপুর সদর

Related

মাদকবিরোধী অভিযানে ‘ফরহাদ হোসেন’ এর দণ্ড

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার…

একসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার

এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, এ বিষয়ে কোনো ধারণা ছিল না লালমনিরহাটের পাটগ্রামের মো. মিঠু আলমের। তাই এইচএসসি পাসের পর ২০১৩ সালে চাকরির উদ্দেশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *