
Prime Bank School Cricket Tournament 2024/25 ফাইনাল ম্যাচ
জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় VS টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
জেলা: মেহেরপুর
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪/২৫-এর শ্বাসরুদ্ধকর ফাইনালে জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় ২ উইকেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
টস জিতে প্রথমে ব্যাটিং করা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে জিহাদ রানা সর্বোচ্চ ২১ রান (৩৯ বল) সংগ্রহ করেন। জিসান আহমেদ বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৬ ওভারে ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে নেয় এবং ২ উইকেটের জয় নিশ্চিত করে। দলের হয়ে রিয়ন আহমেদ ২২ রান (৩২ বল) করে অপরাজিত থাকেন।
ফলাফল:
জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় ২ উইকেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন!