
মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি খালিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-যশোর অঞ্চলের সাবেক পরিচালক আব্দুল মতিন, উপদেষ্টা মাওলানা তাজ উদ্দীন খান, ফেমাস গ্রুপের চেয়ারম্যান আব্দুল জব্বার, ঢাকা দক্ষিণ সিটির সভাপতি আমিনুর রহমান ও ইকবাল হুসাইন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাজ্জাদ হুসাইন পলাশ। এতে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দীন, মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবু হানিফ, সদর উপজেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম, মেহেরপুর পৌর কমিটির সভাপতি আলমগীর হোসেন, গাংনী পৌর শাখার সভাপতি মনিরুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি ফকির মোহাম্মদ, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি সেলিম উদ্দিন খান ও রায়হানুল ইসলাম সুরুজ।
অনুষ্ঠানে ব্যবসায়ী রায়হানুল ইসলাম সুরুজ ও ফেমাস এর সভাপতি ইব্রাহীম খান হিমুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। এছাড়া, মেহেরপুর কানন সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর উদ্যোগে ইসলামিক সংগীত পরিবেশনা করা হয়।