সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত সরকারের

©Sotter Meherpur

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুরসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে যৌথ বাহিনীর মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এই বিশেষ অভিযান শুরু হবে।

অভিযানের বিস্তারিত তথ্য জানাতে আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related

‘সবাইকে ধর্ম অবমাননার দায়ে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে মোগল আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এই মিছিলে মূর্তি ব্যবহারের বিষয়টি নিয়ে ধর্মীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে…

সাবেক মন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন

সাবেক মন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন   সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *