মেহেরপুর সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার জমকালো আয়োজন

মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবির, যিনি এ অনুষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করেন।

প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাওছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, মুন্সি এ এইচ এম রাশেদুল হক, মনিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক আলমগীর হোসেন এবং মীর মোহাম্মদ মাহফুজ আলী।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে দর্শকদের করতালিতে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে সফলভাবে শেষ হয় এ বছরের ক্রীড়া প্রতিযোগিতা।

Related

মাদকবিরোধী অভিযানে ‘ফরহাদ হোসেন’ এর দণ্ড

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার…

একসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার

এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, এ বিষয়ে কোনো ধারণা ছিল না লালমনিরহাটের পাটগ্রামের মো. মিঠু আলমের। তাই এইচএসসি পাসের পর ২০১৩ সালে চাকরির উদ্দেশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *