তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, টিটিসির প্রিন্সিপাল আরিফ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ।
বক্তারা আত্মহত্যা প্রতিরোধের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পারিবারিক সংহতি, শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং সেবা চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় তরুণদের জন্য মনোবিজ্ঞানভিত্তিক সেশন পরিচালিত হয়, যেখানে হতাশা কাটিয়ে ওঠার উপায় এবং জীবনমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে, যাতে তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগানো যায় এবং আত্মহত্যা প্রবণতা হ্রাস করা সম্ভব হয়।