
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা রাখা হয়।
মেডিকেল ক্যাম্পে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর সরকারি হাসপাতালের ডাক্তার সাউদ কোবির। গাইনী বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুস সালাম, এবং ডেন্টিস্ট হিসেবে চিকিৎসা সেবা দেন ডাক্তার আবুল বাশার।
এদিন মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলায় স্বল্প আহত প্রতিযোগীদের জন্য তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে যারা ছোটখাটো চোট পেয়েছেন, তাদেরকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, জেলা সেক্রেটারি আব্দুস সালাম ও জেলা অফিস সম্পাদক সাইদুর ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম নাহিদ, সেক্রেটারি খোরশেদ আলম এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ছাত্রশিবিরের উদ্যোগে জনসাধারণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।