শুধুমাত্র গুজব ছড়াতেই নিম্নে ১০ কোটি টাকা ব্যয় আওয়ামী লীগের!

  • BAL
  • February 19, 2025

রাজনীতি নয়, এখন প্রোপাগান্ডাই আওয়ামী লীগের মূল অস্ত্র! রাজপথে জনসমর্থন শূন্য, তাই এখন কোটি কোটি টাকা ঢেলে ফেসবুকে গুজব ছড়ানোর কারখানা চালাচ্ছে তারা।

ফেসবুকের বিজ্ঞাপন লাইব্রেরি থেকে পাওয়া তথ্যমতে, শুধুমাত্র আওয়ামী লীগের অফিশিয়াল পেজেই ৪১০০টির বেশি পোস্ট বুস্ট করা হয়েছে। প্রতিদিনের গড় খরচ ৫.৫ লাখ টাকার বেশি, যার ফলে গত ৬ মাসে গুজব ছড়ানোর খরচ কমপক্ষে ১০ কোটি টাকা!

শুধুমাত্র গুজব ছড়াতেই নিম্নে ১০ কোটি টাকা ব্যয় আওয়ামী লীগের!
Prove

জনগণের করের টাকা লুট করে, সেই টাকাতেই জনগণকে মিথ্যা তথ্য দিয়ে ধোঁকা দেওয়া হচ্ছে। রাজনীতির মাঠে নাজেহাল হয়ে “ফেসবুক হরতাল” দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু তথ্য সন্ত্রাস নয়, বরং জাতির সঙ্গে প্রতারণা! এক ভুক্তভোগী ক্ষোভে বলেন, “চালের দাম কমানোর টাকা নেই, কিন্তু ফেসবুকে গুজব ছড়াতে ১০ কোটি টাকা আছে!”

প্রশ্ন থেকে যায়— এই প্রোপাগান্ডার রাজত্ব আর কতদিন চলবে? জনগণ কি আর মিথ্যার এই খেলায় বোকা বনবে?

Related

গাংনীতে কৌশলে আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাংনীতে প্রজন্ম থেকে প্রজন্ম গ্রুপের ব্যানারে কৌশলে আওয়ামী লীগের ইফতার মাহফিল ও শেখ হাসিনার জন্য দোয়া অনুষ্ঠিত   মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে প্রজন্ম থেকে প্রজন্ম গ্রুপের সহায়তায় ইফতার মাহফিলের আয়োজন…

  • BAL
  • February 18, 2025
  • 114 views
আওয়ামী লীগের ডিজিটাল অসহযোগ আন্দোলন!

দেশের রাজপথে নয়, এবার ফেসবুকের ওয়ালে হরতাল! একবিংশ শতাব্দীর যুগান্তকারী রাজনীতির ধারায় নতুন মাত্রা যোগ করলো পতিত বাংলাদেশ আওয়ামী লীগ। ১৮ ফেব্রুয়ারি তারা ঘোষণা দিয়েছিল এক ‘অসহযোগ হরতাল’, যা মূলত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *