
মেহেরপুর গাংনী জুগিন্দা প্রি-ক্যাডেট স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
২১ ফেব্রুয়ারি: গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগিন্দাঁ প্রি-ক্যাডেট স্কুলে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে প্রধান শিক্ষক জনাব আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল সামাদসহ সকল সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রভাতফেরিতে অংশগ্রহণ করে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করে এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপন করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রধান শিক্ষক। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে মেহেরপুর গাংনীর জুগিন্দাঁ প্রি-ক্যাডেট স্কুল।