
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশ স্বনির্ভর হয়, কৃষিতে উন্নতি ঘটে, এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে যায়।
সোমবার বিকাল ৪টায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন দাবিতে মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার নেতৃত্ব দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটার মাধ্যমে দেশের অনাবাদি জমিকে চাষযোগ্য করেছেন, এক ফসলি জমিকে তিন ফসলিতে পরিণত করেছেন। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ স্বনির্ভর হয়। আগামীতেও ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে, যাতে বীরের বেশে তারেক রহমান দেশে ফিরতে পারেন এবং বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারেন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের জীবনমান উন্নত হয়, কৃষি খাতে সমৃদ্ধি আসে এবং কৃষকের মুখে হাসি ফোটে।
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু, আব্দুর রশিদ, মো. আব্দুল্লাহ, হাফিজুর রহমান হাফী, রেজাউল হক, আব্দুল আউয়াল, রোমানা আহমেদ, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হোসেন মিন্টু, এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।