সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গাংনীতে চলছে শিক্ষা প্রতিষ্ঠান

গাংনী প্রতিনিধি:

সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটি মিলিয়ে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা ৪০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে মেহেরপুরের গাংনী উপজেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এই নির্দেশনা মানছে না। সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, পাইলট স্কুল অ্যান্ড কলেজ, সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এখনো শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে শিক্ষার্থীদের ক্লাসমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু গাংনীর এসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ম উপেক্ষা করে ক্লাস চালিয়ে যাচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এক অভিভাবক বলেন, রমজানে দীর্ঘ সময় রোজা রেখে শিক্ষার্থীদের স্কুলে যেতে কষ্ট হচ্ছে। অথচ সরকার যখন ছুটি ঘোষণা করেছে, তখন এসব প্রতিষ্ঠান নিয়ম মানছে না।

একজন শিক্ষার্থী জানান, আমাদের বন্ধু-বান্ধবরা ছুটিতে থাকলেও আমাদের নিয়মিত স্কুলে যেতে হচ্ছে। এতে শারীরিক ও মানসিক চাপ বাড়ছে।

সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক জানান, আমরা পরীক্ষার প্রস্তুতির কথা বিবেচনা করে ক্লাস নিচ্ছি। তবে যদি প্রশাসনের কড়া নির্দেশ আসে, তাহলে হয়তো বন

শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

  • Related

    মাদকবিরোধী অভিযানে ‘ফরহাদ হোসেন’ এর দণ্ড

    মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার…

    একসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার

    এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, এ বিষয়ে কোনো ধারণা ছিল না লালমনিরহাটের পাটগ্রামের মো. মিঠু আলমের। তাই এইচএসসি পাসের পর ২০১৩ সালে চাকরির উদ্দেশে…