
মেহেরপুর, ০৯ মার্চ ২০২৫: মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গাংনী বাস স্ট্যান্ড চত্বরে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাংনী বাস স্ট্যান্ড চত্বরে সাবেক মালেক ফল ভাণ্ডারের স্থানে দোকান বসানো নিয়ে গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে মারাত্মক আহত হন আব্দুল আলিম, যাকে স্থানীয়রা দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া, সংঘর্ষে আহত বাকিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সংঘর্ষের সাথে জড়িতদের চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।