
মেহেরপুরে কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে নিজের ২০ বছর বয়সী বিবাহিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি গাংনী উপজেলার করমদি গ্রামের আশারুল ইসলাম (৪৫)। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভিকটিম বাবার বাড়িতে বেড়াতে আসে। ওইদিন রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ২টার দিকে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ অনুভব করে ঘুম ভেঙে যায়। মোবাইলের আলো জ্বালিয়ে সে দেখতে পায়, তার বাবা আশারুল হক তার বিছানায় বসে আছে।
মেয়েটি ভয় পেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে,
“আব্বু, তুমি এতো রাতে এখানে কী করো?”
কিন্তু কোনো উত্তর না দিয়ে আশারুল হক তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর সে নিজ কক্ষে চলে যায়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি টানা ছয় দিন ঘরবন্দি অবস্থায় থাকে।
ভিকটিমের মা তাকে ঘর থেকে বের না হওয়ার কারণ জানতে চাইলে সে পুরো ঘটনা খুলে বলে। ভিকটিম আরও জানায়, তার বাবা এর আগেও বিভিন্ন সময়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতো, কিন্তু লজ্জায় কাউকে কিছু জানায়নি।
পরবর্তীতে, গত ১৪ মার্চ গাংনী থানায় গিয়ে ভিকটিম তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে (মামলা নম্বর ১৭, তারিখ ১৪/০৩/২৫)।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান,
“ভিকটিমের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ওই দিন রাতেই আশারুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে।”