মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। শনিবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কয়েকজন শিশুর মুখে ক্যাপসুল তুলে দিয়ে তিনি ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

মেহেরপুরে দিনব্যাপী এ ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সের ১ লক্ষ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বর্তমান সরকার ২০১০ সাল থেকে বছরে দুবার নিয়মিত ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম চালিয়ে আসছে। এটি অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সহায়তা করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

 

  • পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম,
  • সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ,
  • মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বজলুর রহমান,
  • সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা,
  • সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক,
  • সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কামরুন নাহার প্রমুখ।

মেহেরপুর জেলার ২টি পৌরসভা ও ৩টি উপজেলার ৪৭৫টি কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

৬-১১ মাস বয়সী ৮,৬৭৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১২-৫৯ মাস বয়সী ৬১,৫২০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানে অতিথিরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান

Related

মাদকবিরোধী অভিযানে ‘ফরহাদ হোসেন’ এর দণ্ড

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার…

একসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার

এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, এ বিষয়ে কোনো ধারণা ছিল না লালমনিরহাটের পাটগ্রামের মো. মিঠু আলমের। তাই এইচএসসি পাসের পর ২০১৩ সালে চাকরির উদ্দেশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *