
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, মেহেরপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩ মার্চ ২০২৫, কুতুবপুর ইউনিয়নের তেরোঘরি বিল এলাকায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজও বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আরেকটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।