
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভার প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে এ র্যালি বের করা হয়।
র্যালিটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা খোন্দকার জাহিদুল হকসহ আরও অনেকে।
নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। র্যালির মাধ্যমে নারী দিবসের মূল বার্তা ছড়িয়ে দেওয়া হয়।