
মেহেরপুরে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেন গ্রেফতার
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ইবনে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একইসঙ্গে আশ্রয়দাতা ইবনে মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মেহেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অধিযাচনের (রিকুইজেশন) ভিত্তিতে মেহেরপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেনের বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা সহ কমপক্ষে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ৪ আগস্টের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।