
মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় এর সাবের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক খানের ইন্তেকাল
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
সোমবার দুপুরে মেহেরপুর শহরের বোসপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেশ কিছুদিন ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন আব্দুর রাজ্জাক খান।
তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি।
২০০৩ সালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যান।
সোমবার রাত সাড়ে দশটায় মেহেরপুর শহীদ শামসুজোহা নগর উদ্যানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।