
গাংনীতে প্রজন্ম থেকে প্রজন্ম গ্রুপের ব্যানারে কৌশলে আওয়ামী লীগের ইফতার মাহফিল ও শেখ হাসিনার জন্য দোয়া অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে প্রজন্ম থেকে প্রজন্ম গ্রুপের সহায়তায় ইফতার মাহফিলের আয়োজন করেছে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার গাংনীর চাঁদপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রবের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সংক্রান্ত ভিডিও
এতে উপস্থিত ছিলেন—
- ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা
- কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাকিরুল ইসলাম
- জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম
- রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাগর আহম্মেদ
- সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া, রাজু আহম্মেদ, আসাদুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ, ইন্তাজুল ইসলাম
- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব
- উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবু রায়হান মোখতারি
- উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক রেদানুর জামান
- রায়পুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর
- ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফারুখ
প্রজন্ম থেকে প্রজন্ম গ্রুপের পক্ষে গাংনী উপজেলায় ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন মামলার আসামিদের জামিন, আইনি সহায়তা ও মাহে রমজানে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
- মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান
- গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বিপ্লব হোসেন
ইফতার মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।