
মেহেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ ইনসুলিন, স্যাপোজিটর, মাল্টিভিটামিন, অ্যাম্পুল ও মূল্যবিহীন ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করেছে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মেসার্স সোহেলা মেডিকেল
- ফ্রিজে রাখা ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন, স্যাপোজিটর, মাল্টিভিটামিন, অ্যাম্পুল ও মূল্যবিহীন ওষুধ সংরক্ষণের অপরাধে
- ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেসার্স আলমগীর ট্রেডার্স এন্ড বীজ ভান্ডার
- লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে
- ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেন্টু স্টোর
- মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ১হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
অভিযানে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া, দ্রুততম সময়ে সকল অনিয়ম সংশোধন করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।