
মেহেরপুরে ঈদ-উল-ফিতরের মহিলা জামায়েতের স্থান ও সময়…
মেহেরপুরে মা-বোনেদের জন্য পুরুষ জামায়েতের পরে মহিলা জামায়েতের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ধর্মপ্রাণ মা-বোনেরা এই মহিমান্বিত ও আনন্দের দিনের ঈদের নামাজ আদায় করতে পারেন
- স্থান: পৌর ঈদগাহ্, মেহেরপুর স্বদর
- সময়: সকাল ৮:৪৫ মিনিট