
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে Inside the Haramain। বাংলাদেশ সময় রাত ৯:১৪ মিনিটে সৌদি আরবের সুদাইর ও তুমাইর অবজারভেটরিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। এই পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি, তুমাইর অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী মুতাব আল-বারঘাশ এবং অন্যান্য বিশেষজ্ঞরা।
চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, আগামীকাল সৌদি আরবে ১লা শাওয়াল ১৪৪৬ হিজরি, অর্থাৎ পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে। সৌদি সুপ্রিম কোর্টও এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
এদিকে, সৌদি প্রেস এজেন্সি (SPA) নিশ্চিত করেছে যে, মক্কার মসজিদুল হারামে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট শাইখ আবদুর রহমান আস-সুদাইস।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও আগামীকাল ঈদ পালনের প্রস্তুতি চলছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হারামাইন শরিফাইনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এই দিন আনন্দ, সংযম ও তাকওয়ার পুরস্কার স্বরূপ। হারামাইন কর্তৃপক্ষ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছে।