
গাংনীতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
৩০ মার্চ ২০২৫ | মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দিবাগত রাতে মেহেরপুর জেলা ডিবি পুলিশ ও গাংনী থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- রেজাউল করিম (২৮) – জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
- আশরাফুল আলম ইন্টু (৩১) – গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
- আনোয়ার আহম্মেদ রমিন (২৮) – জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
- রেদানুর জামান (২০) – গাংনী উপজেলা ছাত্রলীগের উপ-স্কুল বিষয়ক সম্পাদক।
তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হিসেবে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।