
চাঁদ রাতেই প্রাণ হারালেন জাভেদ; আহত দুই বন্ধু হাসপাতালে
৩০ মার্চ ২০২৫ | মেহেরপুর
ঈদের খুশি আর আনন্দের মুহূর্তে চাঁদ রাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গাংনীর যুবক জাভেদ ওমর (১৮)। এ ঘটনায় তার দুই বন্ধু হুসাইন আলী (২২) ও আবু বক্কর (১৭) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার সন্ধ্যায় চাঁদ দেখার পর ঈদের আগের রাত আনন্দে কাটাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে বের হন জাভেদ। তারা ভাটপাড়া থেকে কচুইখালি বাজারের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি পথিমধ্যে একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে তিন বন্ধু সড়কে ছিটকে পড়েন।
পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু জাভেদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চাঁদ রাতেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত হুসাইন আলী ও আবু বক্কর বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নববর্ষের ঈদের খুশির মাঝে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে জাভেদের পরিবার। ঈদের নতুন পোশাক আর আনন্দের বদলে এখন শুধু কান্নার সুর।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।