
মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত
৩১ মার্চ ২০২৫ | মেহেরপুর
মেহেরপুর প্রতিনিধি: আজ মেহেরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শহরের প্রধান ঈদগাহসহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর ঈদগাহে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এসময় গাজার নিরীহ মানুষের জন্য বিশেষ দোয়া, কবরবাসীর আজাব মুক্তির জন্য প্রার্থনা, এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এছাড়াও মেহেরপুরের গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হয়—
- পুরাতন ঈদগাহ ময়দানে সকাল ৮:১৫
- কোর্ট মসজিদ প্রাঙ্গণে সকাল ৮:৩০
- জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৭:৪৫
- থানা মসজিদ প্রাঙ্গণে সকাল ৭:৩০
- মহিলাদের জামায়াত (পৌর ঈদগাহ) সকাল ৮:৪৫
- আহলে হাদিস জামায়াত (শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণ) সকাল ৬:৪৫
- উপজেলা মডেল মসজিদ সকাল ৮:৩০
এছাড়াও প্রতিটি মহল্লাভিত্তিক স্থানীয় ঈদগাহ ও মসজিদে স্ব স্ব জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে মুসল্লিরা নামাজ আদায় করেন এবং ঈদের আনন্দ ভাগ করে নেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঘরে ঘরে তৈরি হয় ঈদের বিশেষ খাবার, আর ঈদ আনন্দ ছড়িয়ে পড়ে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মাঝে।
ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে – ঈদ মোবারক!