
গাংনীতে আলগামন উল্টে মাছচাষি জুয়েল রানা নিহত
মেহেরপুরের গাংনীতে শ্যালোইঞ্জিনচালিত আলগামন গাড়ি উল্টে জুয়েল রানা (৩৫) নামে এক মাছচাষি নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক সামান্য আহত হন। নিহত জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।
শনিবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চোকতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, জুয়েল রানা মরা নদী থেকে মাছ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে আলগামন গাড়িতে গাংনী মৎস্য আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে চোকতলা এলাকায় গাড়ির এক্সেল ভেঙে গেলে গাড়িটি উল্টে যায়। এতে জুয়েল রানা গুরুতর আহত হন এবং চালকও আঘাত পান। পরে পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।