
৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
“উন্নয়নের অগ্রযাত্রায়, ক্রীড়ার ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই র্যালি শহীদ সামসুজ্জোহা পার্ক মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনের কর্মকর্তাসহ ক্রীড়ামোদী জনগণ অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন এবং খেলাধুলাবিষয়ক বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া চর্চা শুধু শারীরিক সুস্থতাই নয়, সামাজিক সচেতনতা, ঐক্য এবং দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা প্রশাসক, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ক্রীড়া দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করেন।