ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে ৩ দফায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে ৩ দফায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

 

ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনে নারী-শিশুসহ অসংখ্য নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে মেহেরপুরে একাধিক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ও সকালে পৃথক সময়ে এ কর্মসূচিগুলো পালন করে জামায়াতে ইসলামী ও মেহেরপুরের সচেতন নাগরিকবৃন্দ।

 

গাংনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

সোমবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গাংনী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. মো. রবিউল ইসলাম। এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

মেহেরপুর জেলা জামায়াতের বিক্ষোভ

একই দিন বিকেলে মেহেরপুর জেলা জামায়াতের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলমের নেতৃত্বে মিছিলটি জেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, খেলাফত মজলিসের জেলা সভাপতি হুসাইন আহমেদ, ছাত্র শিবির সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।

 

সচেতন মহলের মানববন্ধন

সোমবার সকালে মেহেরপুর পৌরসভার সামনে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেন জেলার সচেতন মহল। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবী ও সমাজের নানা স্তরের মানুষ অংশগ্রহণ করেন। তারা নানা প্ল্যাকার্ডে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান দেন।

বক্তারা বলেন,

“এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার মতো পদক্ষেপ নিতে হবে।”

এসময় রোকন, খন্দকার, সুরুজ ফয়সাল, জাহিদ, রাহিদুজ্জামান, আসিফ খন্দকার প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন থেকে বিশ্ব বিবেককে জাগ্রত হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Related

মাদকবিরোধী অভিযানে ‘ফরহাদ হোসেন’ এর দণ্ড

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার…

একসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার

এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, এ বিষয়ে কোনো ধারণা ছিল না লালমনিরহাটের পাটগ্রামের মো. মিঠু আলমের। তাই এইচএসসি পাসের পর ২০১৩ সালে চাকরির উদ্দেশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *