
মেহেরপুর স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মেহেরপুর স্টেডিয়ামে বাণিজ্য মেলার আয়োজন বাতিলের দাবিতে ক্রীড়া প্রেমিকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্টেডিয়ামে মেলা নয়, চাই খেলার পরিবেশ
মানববন্ধনে অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজন, সাবেক ফুটবলার এমদাদুল হক, আব্দুস সাত্তার মুক্তা, ক্রিকেটার মাহমুদুল হাসান, আশহাদুর রহমান, আসাদুর রহমান লিটন, আমিরুল ইসলাম অলড্রাম, আলী হোসেন, কিরণসহ জেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।
বক্তাদের অভিযোগ ও দাবি
বক্তারা বলেন,
“দীর্ঘদিন ধরে মেহেরপুরে খেলাধুলার পরিবেশ নেই। শহরে খেলার জায়গাও খুব সীমিত। স্টেডিয়ামে মেলা বসালে খেলোয়াড়রা অনুশীলন ও খেলার সুযোগ থেকে বঞ্চিত হবে। এটি ক্রীড়াঙ্গনের প্রতি অবিচার।” তারা খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেলা অন্যত্র স্থানান্তরের দাবি জানান।
স্মারকলিপি প্রদান
মানববন্ধন শেষে ক্রীড়াবিদরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে মেলা স্টেডিয়ামে না করে বিকল্প জায়গায় আয়োজনের অনুরোধ জানানো হয়।
ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন খেলাধুলার প্রতি সহানুভূতিশীল হয়ে স্টেডিয়ামে মেলা বন্ধের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।