
নিজস্ব প্রতিবেদক,
মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে জেলার গাংনী উপজেলার চিৎলা গ্রামে তার নিজ বাসভবন থেকে গাংনী থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
গাংনী থানা সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ এই অভিযান চালায়। দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। সেই প্রেক্ষাপটে গাংনী থানার একটি টিম রবিবার রাতে চিৎলা গ্রামে অভিযান পরিচালনা করে এবং ওয়াসিম সাজ্জাদ লিখনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ওয়াসিম সাজ্জাদ লিখনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “ওয়াসিম সাজ্জাদ লিখনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।”
ওসি আরও জানান, সোমবার (১৪ এপ্রিল) তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে, লিখনের গ্রেফতারের খবরে স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় কিংবা কৃষকলীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ওয়াসিম সাজ্জাদ লিখন দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলা কৃষকলীগের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ছাত্রজীবনে মেহেরপুর সরকারি কলেজের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।